ডিসেম্বর ১৭, ২০২১, ১১:৫৫ এএম
রাজধানী ঢাকার রমনা কালীমন্দিরের সংস্কারকৃত অংশের উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে রমনা কালীমন্দিরের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন তিনি।
এসময় মন্দিরে স্বপরিবারে প্রার্থনাতেও অংশ নেন তিনি। এ সময় ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
১৯৭১ সালের ২৭ মার্চ এই মন্দিরটি ধ্বংস করার পাশাপাশি এখানে গণহত্যাও সংঘটিত করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই ধ্বংস হওয়া অংশটি ভারত সরকারের ৭ কোটি টাকা অনুদানে সংস্কার করা হয়েছে। ভক্তনিবাস ও মূল মন্দিরও পুনঃনির্মাণ করা হয়েছে।
এর আগে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী, কন্যাকে নিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছেন রাষ্ট্রপতি কোবিন্দ।
ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা।
সফরের প্রথম দিন বিকালে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে কোবিন্দ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশ ভোজে অংশ নেন। এছাড়া প্রথম দিন বিমানবন্দরে নেমেই সেখান থেকে হেলিকপ্টার করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ভারতের রাষ্ট্রপতি।
সাভার থেকে ফিরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি।
পরের দিন বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ। বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন তিনি।
রাষ্ট্রীয় সফর শেষ করে শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন কোবিন্দ।