সংগৃহীত ফাইল ছবি
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ পরিবারের সাথে উদযাপনের জন্য রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। নাড়ির টানে রেল, নৌ ও সড়কপথে গ্রামের বাড়ি যাচ্ছেন তারা।
যেসব যাত্রী ২৪ জুনের অগ্রিম টিকিট কেটেছেন তারা শনিবার রাজধানী ছাড়ছেন। পাশাপাশি যাত্রার দিন ২৪ থেকে ২৮ জুন কাউন্টার থেকে ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি হবে। আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৮ হাজার যাত্রী কমলাপুর থেকে বিভিন্ন স্থানে যাবেন বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির গণমাধ্যমকে জানান, এবার ঈদে ২৪ থেকে ২৮ জুন প্রতিদিন ৪১ জোড়া আন্তঃনগর এবং ৩৬ জোড়া মেইল, লোকাল ও কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাবে।
এদিকে, নৌপথে স্বস্তিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন দেশের দক্ষণাঞ্চলের মানুষ। কোরবানির ঈদকে কেন্দ্র করে এবার ৩০ লাখ যাত্রী নৌপথে যাতায়াত করবেন বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে। ঘরমুখো এসব যাত্রীদের নিরাপদ ভ্রমণে
বিআইডব্লিউটিএ’র পাশাপাশি নৌপুলিশ, র্যাব ও কোস্টগার্ড সদস্যরা কাজ করছেন। আসছে সোমবার অফিস ছুটির পর সদরঘাটে যাত্রীদের চাপ বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অন্যদিকে, আগেভাগেই সড়কপথে রাজধানী ছাড়ছেন অনেকেই।গতকাল শুক্রবার সকাল থেকেই বিভিন্ন রুটের একাধিক দূরপাল্লার বাস রাজধানী ছেড়ে গেছে। রাজধানীর সায়েদাবাদ,গাবতলী, কল্যাণপুর, মহাখালী বাস টার্মিনালগুলোতে ঘরমুখো যাত্রীদের ভিড় ছিল উল্লেখ করার মতো।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ভোগান্তি ছাড়াই পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছেন। গতকালও রাজধানী ছেড়েছেন অনেকে।