বন্দরনগরী চট্টগ্রামের সানমার ওশ্যান সিটিতে বাটার শোরুমে জুতার ১৯৯৯ টাকার স্টিকার উঠিয়ে তার পরিবর্তে ২২৯৯ টাকার নতুন স্টিকার বসানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।এছাড়া একই মার্কেটে দুই হাজার টাকার পোশাকে ৬ হাজার টাকার স্টিকার লাগিয়ে বিক্রির অভিযোগে গিগল নামের কাপড়ের দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন অভিযোগের প্রমাণ মিলে ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ গণমাধ্যমে বলেন, “ঈদকে সামনে রেখে স্যানমারে পরিচালিত অভিযানে বাটার শো-রুমে পুরনো জুতায় বেশি দামের নতুন প্রাইস-ট্যাগ লাগানোর প্রমাণ পায় ভোক্তা অধিকার। তারা একটি জুতার ১৯৯৯ টাকার ট্যাগ উঠিয়ে ২২৯৯ টাকার নতুন ট্যাগ বসায়। বিষয়টি অভিযানকালে প্রমাণিত হয়। এ অপরাধে সতর্ক করাসহ বাটার শো-রুমটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।”
তিনি আরও বলেন, “এছাড়া গিগল নামে একটি কাপড়ের দোকানে ২ হাজার টাকার একটি পোশাক ৬ হাজার টাকায় বিক্রি করতে দেখা যায়। কাপড়টিতে আগে একটি মূল্যের স্টিকার দেওয়া ছিল। কিন্তু তারা দাম বাড়িয়ে নতুন করে আরেকটি স্টিকার লাগিয়েছে। এভাবে দাম বাড়িয়ে নেওয়ায় তাদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ঈদের আগে আরও অভিযান চলবে। পরে একই অভিযোগ পাওয়া গেলে দ্বিগুণ তিনগুণ জরিমানা করা হবে।”