সামনে ঈদ। সবার সাথে ঈদ আনন্দ উপভোগ করতে তাই নাড়ির টানে পরিবার-পরিজনদের কাছে ফিরছে মানুষ।
ঈদযাত্রার প্রথম দুদিন ১৮ ও ১৯ এপ্রিল মোবাইল সিমের গ্রাহকদের ঢাকা -যাওয়া-আসার বিবরণ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি জানান, এই দু’দিনে ২৯ লাখ ৯২৩ সিম ব্যবহারকারী রাজধানী ঢাকা থেকে বাইরে গেছেন। আর বাইরে থেকে ঢাকায় এসেছেন ১৩ লাখ ৩০৫ জন।
প্রথম দিন ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ সিম ব্যবহারকারী। আর দ্বিতীয় দিন ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ সিমের গ্রাহক।
দু’দিনে ঢাকায় আসা ১৩ লাখ ৩০৫ সিমের গ্রাহকের মধ্যে ১৮ এপ্রিল ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ এবং ১৯ এপ্রিল ৬ লাখ ৩২ হাজার ৫২২ সিম ব্যবহারকারী ঢাকায় ঢুকেছেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চার মোবাইল ফোন অপারেটরের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছেন। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়ে না।
মোস্তাফা জব্বার জানান, গ্রামীণফোনের ৯ লাখ ১৪ হাজার ১৭৩, রবির ৭ লাখ ১৯ হাজার ২৩৯, বাংলালিংকের ১২ লাখ ৩১ হাজার ৭৬১ এবং টেলিটক ৩৫ হাজার ৭৫০ জন ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
অন্যদিকে, গ্রামীণফোনের ২ লাখ ৬২ হাজার ২০৩, রবির ১ লাখ ৮৯ হাজার ৭৬৪, বাংলালিংকের ৮ লাখ ৩২ হাজার ৭৮১ এবং টেলিটক ১৫ হাজার ৫৫৩ জন ব্যবহারকারী ঢাকা এসেছেন।
শবেকদরের ছুটি ১৯ এপ্রিলের পর ২০ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ায় সরকারি চাকরিজীবীরা ১৮ এপ্রিল ঢাকা ছাড়তে শুরু করেন।
ঈদযাত্রার দ্বিতীয় ও তৃতীয় দিন এ সংখ্যা আরও বেড়ে যাবে। তৃতীয় দিন বৃহস্পতিবার হওয়ায় সংখ্যাটি অনেক বেশি হওয়ার কথা রয়েছে। কারণ, বেসরকারি চাকরিজীবীরা আজ (বৃহস্পতিবার) ঢাকা ছাড়বেন।