আধুনিক ঢাকা গড়তে দক্ষিনের ৭৫টি ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র তৈরি কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তার মধ্যে ৩২টির কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। বুধবার(১৪ জুলাই) তাতীবাজার মোড়ে বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্ভোধনের সময় এ কথা বলেন ঢাকা দক্ষিন সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
সে সময় মেয়র বলেন, 'আমরা দক্ষিনের বর্জ্য ব্যবস্থাপণাকে ঢেলে সাজাচ্ছি। প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে বর্জ্য স্থানান্তর কেন্দ্র তৈরি করছি, যার কার্যক্রম এখনো বিদ্যমান রয়েছে। তার ফলস্রুতিতে আজকে ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডকে কেন্দ্র করে তাতীবাজার মোড়ে একটি বর্জ্য স্থানান্তর কেন্দ্রের কাজ সম্পূর্ণ করেছি। আমরা চাইনা যে ঢাকা শহরের কোন উন্মুক্ত সাথে বর্জ্য পরে থাকুক বা কেউ ফেলে রাখুক। সেই সংস্কৃতি থেকে বের হয়ে আধুনিক ঢাকা নির্মানে আমরা এ পদক্ষেপগুলো গ্রহণ করছি।'
তাপস আরো বলেন, 'রাস্তায় বিভিন্ন বর্জ্য পরে থাকার কারনে নালা-নর্দমাগুলো আটকিয়ে যায়। এর জন্য পানি নিষ্কাশনের কোন ধরনের সুযোগ থাকে না। যার ফলে দীর্ঘক্ষন রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়। আমরা এই নালা-নর্দমাগুলো দ্রুত পরিস্কার করার ব্যবস্থা করছি। পানি নিষ্কাশনের জায়গাটা পরিস্কার করে দিতে পারলে অতিভারী বৃষ্টি হলেও ৩ ঘন্টার মধ্যে ঢাকা শহরের সব জায়গা থেকে জলাবদ্ধতা দূর হবে। এটি আমরা সল্পমেয়াদি কার্যক্রম হিসেবে উদ্যেগ গ্রহন করেছি। দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী কার্যক্রমও চলমান রয়েছে।'
ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেরেই যাচ্ছে, এ বিষয় এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেয়া হয়েছে জানতে চাইলে মেয়র তাপস বলে, 'আমরা চিরুনি অভিযান অব্যাহত রেখেছি। এ অভিযানে আমাদের ৯টি ভ্রাম্যমান আদালত কাজ করছে। যে বাসা বাড়িতে লার্ভা পাওয়া যাচ্ছে সেখানেই জরিমানা করা হচ্ছে। এটা একধরনের সচেতনতামূলক জরিমানা। আমরা চাই সকল ঢাকাবাসী এগিয়ে আসুক, সবাই এগিয়ে আসলে আমরা দ্রুত ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো'।