‘চন্দ্রা থেকে গাবতলী ভাড়া ১ হাজার’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২১, ০৮:১১ পিএম

‘চন্দ্রা থেকে গাবতলী ভাড়া ১ হাজার’

বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী সজিব খান ফিরছেন চন্দ্রা থেকে। সাধারন সময় ঢাকা আসতে তার ভাড়া লাগত দুই থেকে তিনশত টাকা। তবে আজ এক হাজার টাকা খরচ করেও সকাল গড়িয়ে দুপুর হলেও গন্তব্যে পৌছতে পারেননি। গাবতলী ব্রীজে এসে আর পাচ্ছেন না বাড়ি ফেরার কোন মাধ্যম। তিনি যাবেন পুরান ঢাকায়। রিক্সা ভাড়া কেউ চাচ্ছেন স্বাভাবিকের তিন গুণ, কেউবা যেতেই চাচ্ছেন না।

জাতীয় রার্জস্ব বোর্ড এন আর বি তে কর্মরত আমজাদ হোসেইন দুই সন্তান নিয়ে দাড়িঁয়ে অপেক্ষা করছেন গাবতলী বাস টার্মিনালের পাশে। এসেছেন মানিকগঞ্জ থেকে। ঈদের ছুটিতে দুই সন্তান নিয়ে তিনি গিয়েছিলেন গ্রামের বাড়িতে। যানবাহন না থাকায় কখনো রিক্সা, কখনো পিকআপে চড়ে তিনি গাবতলী পৌঁছান।

ছবি: দ্য রিপোর্ট/ চন্দ্রিমা চৌধুরী

আজ শুক্রবার (২৩ জুলাই) ঈদ উপলক্ষ্যে লকডাউন শিথিল করা হলেও, সকাল ৬টা থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।

সকাল থেকে পাটুরিয়া, দৌলতদিয়া সহ বেশ কয়েকটি ফেরীঘাটে যাত্রীদের ভীড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সে ভীড় কমে গেছে। লকডাউনে সকল ধরনের যানবাহন বন্ধ থাকায় সকালে ঢাকা পৌঁছাতে বিড়ম্বনার সম্মুখিন হয়েছেন অসংখ্য যাত্রী। বিশেষ করে পরিবার নিয়ে যারা ফিরছেন। তাই রিক্সাই একমাত্র ভরসা। কিন্তু, দ্বিগুণ ভাড়া দিয়ে যাতায়াতে হিমশীম খাচ্ছেন নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্যরা।

সাভারের আমিন বাজার ঢাকায় প্রবেশের মূল ফটক। তাই এই চেকপোস্টে যথাযথ কাগজ ও কারন দেখাতে না পারলে যানবাহনগুলোকে ঢুকতে দেয়া হচ্ছে না ঢাকায়। এর মধ্যে রয়েছে ভান্ডারিয়া, চট্টগ্রাম, বেনাপোল সহ বিভিন্ন স্থান থেকে আগত বাস। বাস কর্মীরা বলছেন, যাত্রীসহ যমুনা সেতুর জ্যামে তারা আটকা ছিল দীর্ঘ সময়। আজ ভোরে এসব বাস আমিন বাজার অবধি এসে পৌঁছালে আটকানো হয় চেকপোস্টে। এখানে যাত্রী নামালেও এখন খালি বাসগুলো নিয়ে যেতে পারছেন না। এ বিষয়ে চেক পোস্ট থেকে জানানো হয়েছে, উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সার্বিক পরিস্থিতি জানিয়ে নোটিশ পাঠানো হয়েছে।

ছবি: দ্য রিপোর্ট/ চন্দ্রিমা চৌধুরী

আমিন বাজারের ট্রাফিক ইনচার্জ জালালুদ্দিন রুমী বলেন, দূরপাল্লার যেসকল গাড়িতে যাত্রী নেই, সেগুলো জিজ্ঞাসাবাদের পর ছাড়া হচ্ছে।

আমিন বাজার পার হলেই আসছে গাবতলী চেক-পোস্ট। এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা, সঞ্জিব দাস বলেন, ভ্রাম্যমান আদালতে দুপুর তিনটা নাগাদ অন্তত ২২ জনকে মামলা দেয়া হয়েছে। সঠিক কাগজ ও কারন দেখাতে পারলে তারা জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দিচ্ছেন।’

লকডাউনের প্রথম দিনে ঢাকার অন্যান্য রাস্তাগুলোতেও দিন বাড়ার সাথে সাথে কমেছে গাড়ির চাপ। শহর জুড়ে বিভিন্ন স্থানে দেখা গেছে বিজিবির টহল। ঈদের পর করোনার সংক্রমণ আরও বাড়ার সম্ভাবনা থাকায় এ লকডাউন আগের থেকেও কড়াকড়ি করা হবে বলে ধারনা করা হচ্ছে।

Link copied!