প্রবাসীরা মার্চ মাসে পাঠালো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২৩, ০৯:৪৮ পিএম

প্রবাসীরা মার্চ মাসে পাঠালো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

সদ্য সমাপ্ত মার্চ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ একক মাসে আগের সব রেকর্ড ছাড়িয়েছে। গত মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২০১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা হিসেবে) এর পরিমাণ প্রায় ২১ হাজার ৫'শ ৯০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এ হিসেব পাওয়া গেছে।

এর আগে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স আসে। এরপর টানা ৬ মাস কেটে গেলেও দুই বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাতে পারেনি রেমিট্যান্স। অবশেষে অর্থবছরের নবম মাসে এসে আবারও ঘুরে দাঁড়ালো রেমিট্যান্স। ছাড়ালো জুলাই আগস্টের রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ মাসে প্রতিদিন গড়ে দেশে আসা রেমিট্যান্স এর পরিমান ৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ৬৯৬ কোটি টাকা।

বৈধপথে রেমিট্যান্স পাঠানো উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের দেয়া ২.৫ শতাংশ হারে প্রনোদনায় ঈদকে সামনে রেখে এ রেকর্ড পরিমান প্রবাসী আয় দেশে এসেছে বলে মন্তব্য করেছেন মূখপত্র মো. মেজবাউল হক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ মাসে আসা রেমিট্যান্স এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ৪৬ লাখ ডলার বা ২হাজার ৫১০ কোটি টাকা, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৫০ লাখ ডলার বা ৪৮২ কোটি টাকা ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৩ কোটি ১৫ লাখ ডলার বা ১৮ হাজার ৫২৭ কোটি টাকা। এর বাইরে দেশে থাকা বিভিন্ন বিদেশি ব্যাংকের শাখায় এসেছে অবশিষ্ট টাকা।

বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে বলে আসছে যে প্রবাসীরা অবৈধ ভাবেও একটি বৃহৎ অংকের আয়  দেশে পাঠায়। তাদেরকে বৈধ চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাতে উৎসাহিত করতে প্রণোদনা দেয়া হয়েছে।

Link copied!