‍‍`গভর্নর সচিবালয়‍‍` এখন থেকে ‍‍`গভর্নর অফিস‍‍`

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ১০, ২০২৩, ০৮:৫৫ পিএম

‍‍`গভর্নর সচিবালয়‍‍` এখন থেকে ‍‍`গভর্নর অফিস‍‍`

বাংলাদেশ ব্যাংকের ‍‍`গভর্নর সচিবালয়‍‍` এখন থেকে ‍‍`গভর্ণর অফিস‍‍` নামে পরিচিত হবে।

সম্প্রতি নাম পরিবর্তনের এ বিষয়টি সকল ব্যাংকিং কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানকে মেনে চলতে গত বৃহস্পতিবার (৮ জুন) তারিখে নির্দেশ দেয়া হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয় সম্প্রতি ‘গভর্নর সচিবালয়’ অবলুপ্ত করত বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে ‘গভর্নর অফিস’ গঠন করা হয়েছে বিধায় নিয়মিতভাবে তথ্য প্রেরণসহ সকল ধরনের পত্র যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত নাম ব্যবহারের জন্য পরামর্শ প্রদান করা হলো।

উল্লেখ্য, এতোদিন বাংলাদেশ ব্যাংকে গভর্নরের দপ্তরটি ‍‍`গভর্নর সচিবালয়‍‍` হিসেবে পরিচিত ছিলো।

Link copied!