বেড়েছে পেঁয়াজ ও মুরগির দাম, সরকারি দামে বিক্রি হচ্ছে না ডিম-আলু

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৬, ২০২৩, ১০:০৩ এএম

বেড়েছে পেঁয়াজ ও মুরগির দাম, সরকারি দামে বিক্রি হচ্ছে না ডিম-আলু

ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। কেজিতে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে পাঁচ টাকা।

রাজধানীর বাজারে আবারও বেড়েছে মুরগি ও পেঁয়াজের দাম। এক সপ্তাহের কম সময়ের মধ্যে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। কেজিতে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে পাঁচ টাকা।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজার, বনানী ডিএনসিসি কাঁচাবাজার, তেজকুনিপাড়াসহ কয়েকটি বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি। সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকায়। সপ্তাহখানেক আগেও ব্রয়লারের কেজি ছিল ১৭৫ থেকে ১৮৫ টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিদিন বাজারে অভিযান চালালেও এখন পর্যন্ত কোথাও কার্যকর হয়নি। বরং দু-একটি পণ্যের দাম আরও বেড়েছে। কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে দেশি পেঁয়াজ ৯০ থেকে ৯৫, ভারতীয় পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে সরকার গত ১৪ সেপ্টেম্বর যে তিনটি পণ্যের দাম বেঁধে দিয়েছিল, তার একটি দেশি পেঁয়াজ। তবে দাম বেঁধে দেওয়ার পরও সরকার নির্ধারিত ৬৪ থেকে ৬৫ টাকায় দেশি পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়নি।

দেশি পেঁয়াজের পাশাপাশি ডিম ও আলুর দাম বেঁধে দিয়েছিল সরকার। ডিমের ডজন ১৪৪ টাকায় নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। আলুর খুচরা দাম প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকায় বেঁধে দেওয়া হলেও বাজারে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। অন্যদিকে মোটা, মাঝারি ও চিকন—কোনো চালের দাম কমেনি। ডালের ক্ষেত্রেও একই অবস্থা। বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৬৯ টাকায়।

মাংসের দাম উঁচুতেই রয়ে গেছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা আর খাসির মাংসের দাম পড়ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা।

Link copied!