স্বর্ণের দাম বাড়ছে, নতুন দর আজ থেকে কার্যকর

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০১:৩৮ পিএম

স্বর্ণের দাম বাড়ছে, নতুন দর আজ থেকে কার্যকর

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড উচ্চতায় উঠেছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রথমবারের মতো দুই লাখ টাকা নির্ধারণ করেছে। এ দর আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এদিকে সোমবার রাতে বুলিয়নভল্ট ডটকম এবং গোল্ডপ্রাইস ডটকম ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক স্পট মার্কেটে এক আউন্স স্বর্ণ তিন হাজার ৯৪৮ থেকে তিন হাজার ৯৬৬ ডলার মূল্যে কেনাবেচা হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ১ দশমিক ৬০ শতাংশ বেশি। এ দর এক মাস আগের তুলনায় প্রায় ৮ দশমিক ৬১ শতাংশ বেশি। 

আন্তর্জাতিক বাজারে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ক্রমাগত দর বাড়ছে স্বর্ণের। তখন প্রতি আউন্স স্বর্ণের দর ছিল এক হাজার ৬৫১ ডলার। বৈশ্বিক আর্থিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং বিভিন্ন ভূ-রাজনৈতিক উত্তেজনাই স্বর্ণের এই দাম বৃদ্ধির মূল কারণ বলে মনে করা হচ্ছে।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। এ অবস্থায় সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় স্থানীয় বাজারে নতুন স্বর্ণের দর নির্ধারণ করা হয়েছে। 

বাজুসের ঘোষিত সর্বশেষ দর হচ্ছে ২২ ক্যারেট স্বর্ণের ভরি দুই লাখ ৭২৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯১ হাজার ৬০৫ টাকা এবং ১৮ ক্যারেট এক লাখ ৬৪ হাজার ২২৯ টাকা। এ ছাড়া সনাতন স্বর্ণে প্রতি ভরির দর নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা। পর্যন্ত দেশের বাজারে বাজুস নির্ধারিত দর ছিল প্রতি ভরি ২২ ক্যারেট এক লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতি এক লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো হবে এমন ধারণায় বিনিয়োগকারীদের অনেকে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন। এ ছাড়া বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও রিজার্ভের অংশ হিসেবে ধারাবাহিক স্বর্ণ কিনছে। এতে বৈশ্বিক বাজারে চাহিদা বেড়ে দাম ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাত, ইউরোপের রাজনৈতিক অস্থিরতা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও এই প্রবণতাকে জোরদার করছে।

সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মূল্যবান ধাতব বিষয়ক বিশ্লেষক সুকি কুপার বলেন, স্বর্ণের বাজার এখন এমন এক সময়ে প্রবেশ করছে, যখন মৌসুমি কারণে চাহিদা সাধারণত বাড়ে। এর সঙ্গে যদি সেপ্টেম্বর মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার কমায়, তবে স্বর্ণের দাম আরও নতুন উচ্চতায় যেতে পারে সে সম্ভাবনাই দেখা যাচ্ছে।

অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম ও ব্রোকারেজ প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটার রয়টার্সকে বলেন, সম্প্রতি জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নতুন নেতৃত্ব নির্বাচনকে ঘিরে ইয়েনের দাম কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের শাটডাউন পরিস্থিতি নেতিবাচক প্রভাব ফেলছে বিনিয়োগকারীদের ওপর। তারা নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বেছে নিচ্ছেন স্বর্ণকে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতুটির দাম আরও বেড়েছে।

দেশের স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক স্পট মার্কেটের দাম যতদিন উঁচু থাকবে, দেশে দাম কমার সম্ভাবনা ততটাই সীমিত। 

Link copied!