ডিসেম্বর ১, ২০২৫, ০২:১৬ পিএম
মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পেট্রল ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়। সোমবার সকালে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জেলা শহরের পশ্চিম সেওতা–মানরা চৌরাস্তায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে স্মৃতিস্তম্ভটি অবস্থিত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি কালো রঙের প্রাইভেট কারে করে তিনজন ব্যক্তি গভীর রাতে স্মৃতিস্তম্ভের সামনে এসে থামেন। গাড়ি থেকে নেমে তাঁরা সেখানকার গাড়ির চাকার টায়ার জড়ো করেন এবং তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। অগ্নিসংযোগের পর তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দৃশ্য নিশ্চিত করেছে পুলিশ।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকালে সরেজমিন দেখা যায়, ধাতব নির্মাণের স্মৃতিস্তম্ভটির নিচের অংশ আগুনে পুড়ে কালো হয়ে গেছে।
উল্লেখ্য, গত বছরের গণ–অভ্যুত্থানে অংশ নিয়ে মানিকগঞ্জের পাঁচজন শহীদ হন। তাঁদের স্মরণে এলাকাটিতে নির্মাণ করা হয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ।