ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:৫০ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) আজ প্রধান উপদেষ্টার পক্ষে ২৪ লাখ টাকার অনুদানের একটি চেক গ্রহণ করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে এইচডিএফসি সাইনপাওয়ার লিমিটেড এই অনুদান প্রদান করে।
নিজ মন্ত্রণালয়ের কার্যালয়ে চেক গ্রহণের সময় উপদেষ্টা ফারুক ই আজম প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব।
উপদেষ্টার দপ্তর জানায়, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে এখন পর্যন্ত ২৪৩টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে মোট ১০১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৩০৩ টাকা অনুদান গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।