নভেম্বর ২৩, ২০২৫, ০৬:২৩ পিএম
Photo: Collected
চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। রোববার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য অনুযায়ী, নভেম্বরেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার ডলার। আর গত বছরের নভেম্বর মাসের একই সময়ে রেমিট্যান্স ছিল ১৬৮ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার।
ডেটা বিশ্লেষণে দেখা যায়, চলতি নভেম্বর মাসে গত বছরের নভেম্বরের পাশাপাশি এ বছরের অক্টোবর মাসের চেয়েও বেশি রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৮ কোটি ৯ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া বিদেশে অবস্থিত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৫০ হাজার ডলার।