আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০১:৩৫ পিএম

আনুষ্ঠানিকভাবে  বিএনপিতে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া

আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে  বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলটিতে যোগ দেন।      

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের মাধ্যমে রেজা কিবরিয়াকে স্বাগত জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “রেজা কিবরিয়া আমাদের দলে যোগ দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।”

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে মেধাবী নেতৃত্বের প্রয়োজন। সেই বিবেচনায় রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান দলকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে তিনি গর্বিত। তিনি দাবি করেন, বিএনপি দুবার ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে’ গণতন্ত্রকে রক্ষা করেছে। “প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার করেছিলেন, আরেকবার করেছেন খালেদা জিয়া,” উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপির ইতিহাস ও ভূমিকা তাকে দলটির প্রতি আকৃষ্ট করেছে। জিয়াউর রহমানকে তিনি তার আদর্শ হিসেবেও উল্লেখ করেন।

রেজা কিবরিয়া জানান, বিএনপির নেতৃত্ব দেশের নতুন প্রজন্মের স্বপ্ন পূরণ করতে সক্ষম। তার মতে, বিএনপির পুরনো ভিশন বদলে গেছে, এখন নতুন পথচলার সময়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে চান রেজা কিবরিয়া। বিএনপি গত মাসে ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় ওই আসনটি ফাঁকা রেখেছে।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

২০১৮ সালের নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে পরে দলটির সাধারণ সম্পাদক হন। তার নেতৃত্বকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণ অধিকার পরিষদ গঠন করেন এবং প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানেও তাকে কেন্দ্র করে দলটিতে বিভক্তি দেখা দেয়। পরে তিনি ‘আমজনতার দল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় রাজনীতি থেকে দূরে থাকার পর এবার তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হলেন।

Link copied!