বিয়েতে কমিউনিটি সেন্টার ভাড়া করতে দেখাতে হবে আয়কর রিটার্ন জমার রসিদ

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ৬, ২০২৪, ১২:২৩ পিএম

বিয়েতে কমিউনিটি সেন্টার ভাড়া করতে দেখাতে হবে আয়কর রিটার্ন জমার রসিদ

প্রতীকী ছবি

বিয়েসহ বিভিন্ন ধরনের সামাজিক ও সভা-সেমিনার-পুনর্মিলনী অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার বা মিলনায়তন ভাড়া নেওয়ার জন্য এখন থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার রসিদ দেখাতে হবে।

বর্তমানে ৪৩ ধরনের সেবা পেতে রিটার্ন জমার রসিদ লাগে। এই তালিকায় মিলনায়তন ভাড়া, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নিবন্ধন ও নবায়নে রিটার্ন জমার বাধ্যবাধকতা যুক্ত হচ্ছে।

জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বিষয়টি উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

এর আগে এই বাজেট অনুমোদন হয় মন্ত্রিসভায়। পরে বাজেট প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (৬ জুন) দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৪-২৫ অর্থ বছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উত্থাপিত হয় জাতীয় সংসদে।

এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট এটি।

আগের অর্থ বছরের (২০২৩-২৪) বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

Link copied!