ন্যাপকিন-ডায়াপারের দাম বাড়বে না

নিজস্ব প্রতিবেদক

জুন ৬, ২০২৪, ০৩:১৫ পিএম

ন্যাপকিন-ডায়াপারের দাম বাড়বে না

সংগৃহীত ছবি (কোলাজ)

শিশু ও বৃদ্ধদের ডায়াপার এবং নারীদের ব্যবহার্য স্যানিটারি ন্যাপকিন এর কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আবারও মউকুফ করা হয়েছে।

এই কর ও শুল্ক অব্যাহতির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর ফলে নারীদের স্বাস্থ্য সুরক্ষার পণ্যটির দাম বাড়বে না। সাথে সাথে বয়স্ক ও শিশুদের জন্য ডায়াপারের কাঁচামাল আমদানিতেও খরচ বাড়ছে না। সুতরাং, দামও স্থিতিশীল থাকছে।

বৃহস্পতিবার (৬ জুন) দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৪-২৫ অর্থ বছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপিত হয় জাতীয় সংসদে।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, “নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে কিছু কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (আগাম কর ব্যতীত) ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) অব্যাহতি সুবিধার মেয়াদ ৩০ জুন, ২০২৫ সাল পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি।”

এর আগে, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছিল।

এবারের বাজেট স্বাধীন বাংলাদেশের ৫৩তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট এটি।

আগের অর্থ বছরের (২০২৩-২৪) বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

Link copied!