স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ৫৩তম বাজেট পাস হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট হিসেবে অন্যান্য বছরের তুলনায় এর গুরুত্ব অনেক বেশি। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে রাখা হয়েছে শুল্ক ও ভ্যাট।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল তিনটায় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট বক্তৃতার পর অর্থ বিল উত্থাপন করেন তিনি। প্রস্তাবিত এই বাজেটের প্রতিপাদ্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’। এর আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। যা গত অর্থ বছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থ বছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।
দেখুন: বাজেটের সব খবর জানতে ভিজিট করুন
২০২৪-২৫ অর্থ বছরের বাজেট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ অনেকটাই বেশি। শুল্ক ও ভ্যাট বাড়ানোর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতি কতটা নিয়ন্ত্রণে থাকবে সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সব মিলিয়ে এবারের প্রস্তাবিত বাজেটে কোন পণ্য বা সেবার দাম বাড়ছে আর কোনটার কমছে? চলুন জেনে নেওয়া যাক-
শিক্ষায় বাংলাদেশ ১২৯তম: অর্থমন্ত্রী
শিক্ষাক্ষেত্রে মানবসম্পদ উন্নয়নে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে ১৯২ দেশের মধ্যে বাংলাদেশের ১২৯তম অবস্থানে আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানান, এক লাখ প্রাথমিক স্কুলে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করেছে বর্তমান সরকার।
কমিউনিটি সেন্টার ভাড়ায় দেখাতে হবে আয়কর রিটার্ন জমার রসিদ
বিয়ে কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠান এবং সভা-সেমিনার আয়োজন করতে কমিউনিটি সেন্টার ভাড়া করতে দেখাতে হবে আয়কর রিটার্ন জমার রসিদ। আজ সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বিষয়টি উল্লেখ করেছেন।
সঞ্চয়পত্রের নির্ভরতা আরও কমানোর পরিকল্পনা সরকারের
এবারের প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণে সঞ্চয়পত্রের ওপর নির্ভরতা আরও কমিয়েছে সরকার। পরিকল্পনা করছে সঞ্চয়পত্র বিক্রি করে ১৫ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার। যা চলতি অর্থ বছরের চেয়ে ২ হাজার ৬০০ কোটি টাকা কম।
দাম বাড়ছে ফ্রিজ-এসির
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসি ও রেফ্রিজারেটর উৎপাদনে ব্যবহৃত পণ্যে আমদানি শুল্কে রেয়াতি হার প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে। ফলে এসি ও ফ্রিজের দাম বাড়বে।
আয়কর: পুরুষের সাড়ে ৩ ও নারীদের ৪ লাখ টাকা
২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সাড়ে ৩ লাখের বেশি টাকা আয় করলে পুরুষের সাড়ে ৩ লাখ এবং নারীদের ৪ লাখ টাকা করমুক্ত আয়সীমা রাখা হয়েছে।
কমতে পারে চকলেটের দাম
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চকলেটের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
বাড়ছে আইসক্রিম ও কোমল পানীয়ের দাম
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সব ধরনের আইসক্রিমের ওপর বিদ্যমান সম্পূরক শুল্কহার ৫ শতাংশের বদলে ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, সব ধরনের আইসক্রিমের ওপর বিদ্যমান সম্পূরক শুল্কহার ৫ শতাংশের বদলে ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। কার্বনেটেড বেভারেজের ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ২৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।
১০০ টাকার ইন্টারনেট প্যাকেজ কিনলে ৩১ টাকা ভ্যাট
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনে কথা বলার রেট এবং ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে।
বাড়ছে সিগারেটের দাম
২০২৪-২৫ অর্থ বছরে বিড়ি ও সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। অর্থমন্ত্রী জানান, সিগারেট মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য। এ জাতীয় ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে এর ওপর সম্পূরক শুল্কের হার ৬৫ শতাংশের পরিবর্তে ৬৬ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। এছাড়া সিগারেট ও বিড়ির কাগজের স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার সাড়ে ৭ শতাংশের বদলে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
বাড়বে না ন্যাপকিন-ডায়াপারের দাম
শিশু ও বৃদ্ধদের ডায়াপার এবং নারীদের ব্যবহার্য স্যানিটারি ন্যাপকিন এর কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আবারও মওকুফ করা হয়েছে। এই কর ও শুল্ক অব্যাহতির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
বাড়বে সুপেয় পানির ফিল্টারের দাম
পানি পরিশোধন যন্ত্রের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে বাড়তে পারে পানির ফিল্টার বা পিউরিফায়ারের দাম।
বাড়বে মোটরসাইকেলের দাম
দেশে ২৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। আর তাই এই জাতীয় মোটরসাইকেলের দাম বাড়বে।