টাকার মান আরও কমালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

জুন ৮, ২০২২, ০৩:৪৩ এএম

টাকার মান আরও কমালো বাংলাদেশ ব্যাংক

আবারও কমে গেছে টাকার মান। বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের বিপরীতে টাকার মান আরও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার প্রতি ডলারে টাকার মান কমিয়ে আন্তঃব্যাংক দর ৯২ টাকা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  

সোমবার একদিনে রেকর্ড ২ টাকা ৫ পয়সা অবমূল্যায়ন হয় টাকার। সব মিলিয়ে চলতি অর্থবছর প্রতি ডলারের দর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে, মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক কয়েকটি ব্যাংকের কাছে আরও ১২ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে। সব মিলিয়ে চলতি অর্থবছর বিক্রির পরিমাণ দাঁড়ালো ৬৬১ কোটি ২০ লাখ ডলার।

এখন সরকারি ও বেসরকারি ব্যাংকে ডলারের দাম প্রায় সমান হয়ে গেছে। আগে সরকারি ব্যাংকে কম ছিল। বেসরকারি ব্যাংকে বেশি ছিল। বাজারে প্রতিযোগিতায় সমতা আনতে এ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টের শুরুতেও আন্তঃব্যাংকে প্রতি ডলারের মূল্য একই ছিল। এরপর ৩ আগস্ট থেকে দুই-এক পয়সা করে বেড়ে ২২ আগস্ট প্রথমবারের মতো ৮৫ টাকা ছাড়িয়ে যায়। 

চলতি বছরের ৯ জানুয়ারি আবার বেড়ে যায়, গিয়ে পৌঁছায় ৮৬ টাকায়। গত ৯ মাসের ব্যবধানে প্রতি ডলারে দাম বেড়েছে এক টাকা ৯০ পয়সা। গত ২ জুন দাম গিয়ে ঠেকেছে ৮৯ টাকা ৯০ পয়সায়।

এদিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও দরে লাগাম টানা যাচ্ছে না। মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে ডলার বিক্রি করেই চলেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি ২০২১-২২ অর্থবছরে প্রায় ১০ মাসে (২০২১ সালের ১ জুলাই থেকে ২৭ এপ্রিল পর্যন্ত) ৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার (৪৬০ কোটি টাকা) বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আশানুরূপ কোনো ফল আসছে না। ডলারের বিপরীতে টাকার দাম কমেই যাচ্ছে।

Link copied!