জুন ৬, ২০২৩, ০১:২৪ এএম
বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি`র মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ আরেক দফা পিছিয়ে গেলো।
জাতীয় গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট এ মামলা তদন্ত করছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
সোমবার (৫ মে) ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক রাজেশ চৌধুরী আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে ৭২ বারের মতো পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছানো হলো।
এদিকে, দফায় দফায় সময় নিয়েও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি সিআইডি। সোমবার সিআইডি আবারও সময় বৃদ্ধির আবেদন করায় আদালত উক্ত নির্দেশনা দেন।
২০১৬ সালের ১ থেকে ৪ ফেব্রুয়ারি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। চুরি করে দ্রুত স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনের ব্যাংক হয়ে ক্যাসিনোতে পাঠানো হয়েছিল।
চুরি হওয়া অর্থের মধ্যে ফিলিপাইন আদালতের মাধ্যমে বাংলাদেশ ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার ফেরত পেয়েছে। এাখনও ৬৬ মিলিয়ন বা ৬ কোটি ৬০ লাখ ডলার ফেরত পায়নি।
এক মাস পর ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। অর্থপাচার প্রতিরোধ আইনের ওই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি।
এ মামলার তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় দেশবাসীর কাছে এটা স্পষ্ট হয়নি যে রিজার্ভ চুরির ঐ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে বা দেশের ভিতরে কেউ জড়িত ছিলো কি না!