ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ৬ জন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। শুক্রবার (৮ অক্টোবর) রাতে জহুরুল হক হল পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন, অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রেহমান খালিদ ও ইসলাম অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমান শৈশব। তাদের মধ্যে রেহমান ছাত্র ইউনিয়ন ও আরাফাত ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় বলে জানা যায়।
ভুক্তভোগী আরাফাত রহমান জানান, জহুরুল হক হলের মাঠে আমাদের ব্যাচের একটি খেলা ছিলো। খেলা শেষে আমরা পুকুরপাড়ে দাঁড়িয়েছিলাম। আমরা সেখানে আছি জানতে পেরে তারা আমাদের কাছে আসে এবং খালিদকে সার্চ করতে শুরু করে। একপর্যায়ে গালাগালি ও মারধর করে। আমি তখন সামান্য দূরে ছিলাম। পরবর্তীতে আমি সেখানে গিয়ে মারধরের কারন জানতে চাইলে একজন বলে 'ও ছাত্রদল করে'। এরপরই তাকেও মারতে শুরু করে বলে জানান আরাফাত। মারতে মারতে তাদেরকে হল থেকে বের করে দেয় বলেও জানান তিনি। "প্রক্টর একেএম গোলাম রাব্বানী স্যারকেকে আমরা জানিয়েছিলাম। উনি সমাধানের আশ্বাস দিয়েছিলেন" বলেন ভুক্তভোগী আরাফাত।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোপান বলেন, তারা সিগারেট খেয়ে পরিবেশ নষ্ট করছিলো, আমরা নিষেধ করতেই তারা আমাদের দিকে তেড়ে আসে। আমাদের মারতে উদ্যোগী হয় তখন আমরা শুধু প্রতিহত করেছিলাম।
জহুরুল হক হলের প্রাধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, আমরা বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। আজকে আমাদের (হল শিক্ষক) মিটিং-এ এ বিষয়ে আলোচনা করবো।