২৮ এপ্রিলের পর শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৪, ১০:১২ এএম

২৮ এপ্রিলের পর শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি

প্রতীকী ছবি

আগামী ৪ মে থেকে শনিবারও শ্রেণিকক্ষে পাঠদান হবে। একই সঙ্গে আগামী ২৮ এপ্রিলের পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে মন্ত্রণালয়ের দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খয়ের।

একই দিন সকালে দেশে আবারও তাপপ্রবাহের সতর্কতা ‘হিট অ্যালার্ট’ জারি করে আবহাওয়া অফিস। বলা হয়েছে, আগামী তিনদিন পর্যন্ত এ অবস্থা থাকতে পারে।

গত ২০ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। ফলে ২৮ এপ্রিল এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা আছে। এর আগে ছুটি শেষে ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। ওই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান তাপপ্রবাহে শিশুশিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২১-২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক স্কুল, শিশুকল্যাণ ট্রাস্টের স্কুল ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

Link copied!