সেপ্টেম্বর ১, ২০২৩, ০১:৩৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন -২০২৩ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে আজ (শুক্রবার)। সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকেরা।
বিশেষ এই সমাবর্তনের নিবন্ধন চলবে ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর শিক্ষার্থী ও শিক্ষকরা নিজেদের ড্যাসবোর্ড এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যরা https://convocation.du.ac.bd পোর্টালে লগইন করে স্যুভেনির সংগ্রহের রসিদ এবং রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করতে পারবেন।
আগামী ২৬ অক্টোবর আয়োজিত হতে যাওয়া সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হবে।
এর আগে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে সমাবর্তনের সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, মো. সাহাবুদ্দিন। সমাবর্তনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সমাবর্তনে সম্মাননীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। বঙ্গবন্ধুর পক্ষে এই ডিগ্রি গ্রহণ করবেন তিনি।