এইচএসসি পরীক্ষার ফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৪, ২০২২, ১২:০৯ এএম

এইচএসসি পরীক্ষার ফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে

করোনা মহামারির মধ্যে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড থেকে জানা গেছে, ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এইচএসসি-সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। দু-তিনদিনের মধ্যে সব কাজ শেষ হবে। এখন শুধু ফলাফল প্রকাশে আনুষ্ঠানিকতার বাকি।

এর আগে, এই সপ্তাহেই ফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এরপর মন্ত্রণালয় সেটি জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

এদিকে, বোর্ড সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলে জানা গেছে, নির্দিষ্ট কোন তারিখ নয় বরং ৭ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন প্রকাশ হতে পারে এইচএসসির ফল।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, “এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে। ৭ ফেব্রুয়ারি পর যেকোনো দিন ফল প্রকাশ করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “ফল প্রকাশের জন্য আমরা প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা করছি। করোনা ঝুঁকির কারণে এবারও অনলাইনে ফল প্রকাশ করা হতে পারে।”

উল্লেখ্য, ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর। এ পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

Link copied!