টাকার অভাবে মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২২, ০৬:৩৭ পিএম

টাকার অভাবে মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত

ভর্তি পরীক্ষা দিয়ে সরকারি মেডিকেল কলেজে সুযোগ পেলেও ভর্তি হওয়া ও পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে ফেনীর এক শিক্ষার্থী। শিক্ষার্থী সুমি রায় ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব হীরাপুর গ্রামের পরিমল রায় ও শিখা রানী রায়ের একমাত্র মেয়ে। পান বিক্রেতার বাবার উপার্জনেই চলে তাদের পরিবার।

ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-পাঁচ পেয়ে কৃতকার্য হয়েছেন তিনি। সদ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

সুমি রায় জানান, তার বাবা পরিমল রায় সিলোনীয়া বাজারে পান বিক্রি করে সংসার চালান। মা গৃহিণী। বাবার একার আয়ে চলে সংসার। তিনি চিকিৎসক হয়ে মানুষের জীবন বাঁচাতে নিজেকে নিয়োজিত করতে চান। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে বড় ভাই মারা গেছেন। তারপর থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন লালন করেন সুমি। সুমি বলেন, “অর্থের অভাবে ভাইয়ের চিকিৎসা হয়নি। তখন থেকেই চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করতে ‍চেয়েছি।” সুমির বাবা জানান, মেয়ে মেডিকেলে উত্তীর্ণ হলেও অর্থের যোগান নিয়ে দুশ্চিন্তায় আছেন।

সুমি বলেন, “মে মাসে মেডিকেলে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ভর্তি ও হোস্টেলে থাকার জন্য প্রথমেই অন্তত ২৫ হাজার টাকার প্রয়োজন। অতীতের মতো আত্মীয়রা তাকে সহায়তা করবেন বলে আশ্বস্ত করেছেন।”এর বাইরে কেউ সহযোগিতা করলে তিনি তা গ্রহণ করবেন বলেও জানান। 

Link copied!