পরীক্ষা ছাড়াই সনদ পাবে জেএসসি-জেডিসির শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৯:৫০ পিএম

পরীক্ষা ছাড়াই সনদ পাবে জেএসসি-জেডিসির শিক্ষার্থীরা

পরীক্ষা না হলেও জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘জেএসসি-জেডিসির শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি হয়ে গেছে। এখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের ফরম ফিলাপ করা হবে। ফরম ফিলাপের পর এবছরের শেষ দিকে তাদের সনদ দেওয়া হবে। তবে সনদে কোনো ডিভিশন/শ্রেণি বা জিপিএ উল্লেখ থাকবে না’।

তিনি আরো বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষা না দেওয়ায় তাদের দেওয়া হবে উত্তীর্ণের সনদ। তারা উত্তীর্ণ, তাদের সনদে কেবল এটাই লেখা থাকবে।

এর আগে, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না।

শিক্ষামন্ত্রী বলেন, এখন এসএসসি এবং এইচএসসি একেবারে সামনে। এখন আর জেএসসি নেবার আমাদের খুব সুযোগ থাকছে বলে মনে হয় না। কিন্তু ক্লাস সমাপনী পরীক্ষা হবে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়।

Link copied!