দেশে যেভাবে টিকাদান কর্মসূচি চলছে তাতে খুব শিগগিরই ১২ বছরের বেশি বয়সী বেশিরভাগ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর বাহাদুরপুরে রোভার স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনার টিকার ক্ষেত্রে কোনোভাবে ঝুঁকি নেওয়ার সুযোগ নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “ আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি এবং সেই টিকা দেওয়া চলছে। সেটাকে আরো বেগবান করতে হবে।”
দীপু মনি বলেন, “যেভাবে টিকাদান কর্মসূচি চলছে তাতে খুব শিগগিরই আমাদের যাদের ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থী, তাদের অধিকাংশেরই টিকা দেওয়া হয়ে যাবে। যাদের এখনো দেওয়া হয়নি তাদের অনলাইনে ক্লাস চলতে থাকবে।”
শিক্ষামন্ত্রী আরও বলেন, তারা যত দ্রুত পারে সবাই টিকা নিয়ে ক্লাসে চলে আসবে, আমরা সেটাই চাই। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তাদের অভিভাবকদের এবং শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) ড. মো. মোজাম্মেল হক খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল।