দু'পক্ষের রেষারেষি ও দফায় দফায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে ইডেন কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ফলশ্রুতিতে, ইডেন কলেজে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে।
সেই সঙ্গে রবিবার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ঐ প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকবার দায়ে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের ১৬ জন কর্মীকে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কার করবার কথা।
উল্লেখ্য, কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, জীবন নাহার শিলা ,কল্পনা বেগম ,জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বৃষ্টি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শর্মিলী , জান্নাতুল লিমা এবং সূচনা আক্তারকে স্থায়ীভাবে বহিষ্কৃত করা হয়েছে।
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হলেও অধিকতর তদন্তের মাধ্যমে জড়িত সকলকে সাংগঠনিক ব্যবস্থার আওতাধীন আনা হবে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। তবে কবে নাগাদ আবারও ইডেন কলেজে নতুন কোন কমিটি অথবা পুরোনো কমিটিতেই নতুন কোনো পদবিন্যাসের মাধ্যমে তথা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম শুরু হতে পারে, সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।
পূর্বে এই বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতেই তিলোত্তমা শিকদার এবং বেনজির হোসেন নিশিকে অন্তর্ভুক্ত করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো এবং দায়িত্বশীল তদন্ত কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে তদন্ত প্রতিবেদন জমা দেবার নির্দেশ দেয়া হয়েছিলো।