ঘূর্ণিঝড় ‘রেমাল’: ঝড়বৃষ্টিতে প্রাণহানি ৭ জনের

জাতীয় ডেস্ক

মে ২৭, ২০২৪, ১২:২৭ পিএম

ঘূর্ণিঝড় ‘রেমাল’: ঝড়বৃষ্টিতে প্রাণহানি ৭ জনের

প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর তাণ্ডবে দেশের উপকূল অঞ্চলে দমকা হাওয়াসহ ব্যাপক ঝড়বৃষ্টির প্রভাবে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও সাতক্ষীরা এবং চট্টগ্রামে অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন।

সোমবার (২৭ মে) সকালে আবহাওয়া অফিস বলছে, দুর্যোগের আগেই সঠিক পূর্বাভাস এবং জনসচেতনতায় শক্তিশালী ঘূর্ণিঝড়েও তেমন প্রভাব পড়েনি। তবে দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। ৫-৬ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানে উপকূলে। পটুয়াখালীতে উত্তাল ঢেউয়ে ভেসে একজন ও সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে একজনের প্রাণ গেছে। মোংলায় ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছে শিশুসহ দুজন। এছাড়া বরিশাল, ভোলা ও চট্টগ্রামে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৫ জনের প্রাণহানি হয়েছে।

আরও পড়ুন: উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

আবহাওয়া অফিস জানায়, ‘প্রবল ঘূর্ণিঝড়’ রেমাল উত্তরদিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে এখন খুলনার কয়রার উপকণ্ঠে অবস্থান করছে। এটি আরও উত্তরে অগ্রসর হয়ে বৃষ্টি ক্রমশ বাড়িয়ে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে ‘ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে।

Link copied!