আবহাওয়া পূর্বাভাসে এলো দুঃসংবাদ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৬:৪৭ এএম

আবহাওয়া পূর্বাভাসে এলো দুঃসংবাদ

সংগৃহীত ছবি

রাতদিন গরমের মাঝে হঠাৎ বৃষ্টি এলেও গরমের প্রভাব কমছে না তাতে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর দিচ্ছে দুঃসংবাদ। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে আগামীতে আরও বাড়বে তাপমাত্রা। পাশাপাশি পাঁচটি বজ্রঝড়ের শঙ্কাও রয়েছে।

আবহাওয়া দফতরের তথ্যমতে, দেশে দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বাড়বে।  

এছাড়া চলতি মাসে দেশে তিন থেকে পাঁচটি বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। স্বাভাবিক বৃষ্টি ও একটি লঘুচাপের পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

এদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে পাঁচদিন বিজলি চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে।

মৌসুমি বায়ুর তথ্য জানিয়ে আবহাওয়া দফতর বলছে, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Link copied!