জো বাইডেন।
হামাসের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলকে আরও সতর্ক হতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বাইডেন বলেন, আমি চাই তারা কীভাবে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে পারে সেদিকে মনোযোগী হোক। যুদ্ধ চালিয়ে যাওয়ায় সমর্থন দিলেও ইসরায়েলকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এর আগে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা করতে জ্যাক সুলিভান সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। তাদের আলোচনার অন্যতম বিষয় ছিল ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা। গাজায় চলমান যুদ্ধ নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সুলিভান ও সৌদির প্রিন্স ইসরায়েল-ফিলিস্তিনিদের মধ্যে স্থায়ী এবং টেকসই শান্তির জন্য নতুন পরিস্থিতি তৈরির চলমান প্রচেষ্টাসহ বেশ কিছু দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।