কপ-২৮: পাঁচ দিনে ৮৩ বিলিয়ন ডলারের বেশি তহবিল ঘোষণা

মেহেদী আল আমিন

ডিসেম্বর ৬, ২০২৩, ০৬:২০ পিএম

কপ-২৮: পাঁচ দিনে ৮৩ বিলিয়ন ডলারের বেশি তহবিল ঘোষণা

এ তহবিল কোন খাতে ব্যবহার করা হবে, তা নিয়ে চলছে আলোচনা ও দর কষাকষি।

অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রথম পাঁচ দিনে ৮৩ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে কপ-২৮ প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্মেলনের প্রথম চার দিনে প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৫৭ বিলিয়ন ডলার।  পঞ্চম দিনে প্রতিশ্রুতি এলো ২৬ বিলিয়নের।

চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান এই প্রসঙ্গে দ্য রিপোর্টকে বলেন, ‘বিষয়টি শুনে ভালো লাগতে পারে, তবে কিছু প্রশ্ন আছে। টাকাটা ঋণের আকারে আসবে নাকি অন্যভাবে তা স্পষ্ট হতে হবে। এখানে বেশিরভাগ টাকাই ঋণ আকারেই আসবে ধরে নেয়া যায়।

‘দেশ ভিত্তিক নির্দিষ্ট চাহিদার ভিত্তিতে এই অর্থ বরাদ্দ করা না হলে এখান থেকে অর্থ পাওয়া কঠিন হবে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য, বিশেষ করে যারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।’

তিনি বলেন, ‘যদি এটি একটি ঋণ হয় এবং যদি তহবিল থেকে দেশভিত্তিক বরাদ্দ দেওয়ার ঘোষণা না থাকে, তবে এই অর্থের সুবিধাভোগী হতে বেগ পেতে হবে। উপরন্তু ঋণের ফাঁদে আটকা পড়বে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো, যেহেতু বহুজাতিক ব্যাংক ও আর্থিক সংস্থাগুলো এ প্রক্রিয়ায় যুক্ত আছে।’

‘জলবায়ু অর্থায়নের সংজ্ঞা আমাদের কাছে না থাকায় আমরা এই ঘোষণায় খুশি হতে পারি না বরং আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো অনেক বিষয় রয়েছে।’

এছাড়া আগের প্রতিশ্রুত অর্থই তারা বকেয়া রেখেছে। তাই কবে তারা এ নতুন প্রতিশ্রুতির অর্থ দেবে, সে বিষয়ে ও অনিশ্চয়তা থেকে গেল, যোগ করেন তিনি।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে জাতিসংঘের বিশ্ব ক্লাইমেট সম্মেলন কপ-২৮। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দুবাইয়ের এক্সপ্রো সিটিতে এ সম্মেলন শুরু হয়েছে। ক্লাইমেট সংক্রান্ত ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতার জন্য তহবিলকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের সম্মেলনে, পাশাপাশি এ তহবিল কোন খাতে ব্যবহার করা হবে, তা নিয়ে চলবে আলোচনা ও দর কষাকষি।

 

মেহেদী আল আমিন, দুবাই থেকে

Link copied!