সাগরে লঘুচাপ, বৃহস্পতিবার থেকে হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৪, ২০২৩, ১১:৫৪ পিএম

সাগরে লঘুচাপ, বৃহস্পতিবার থেকে হতে পারে বৃষ্টি

দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ দেখা দিয়েছে। যা আগামীকাল বুধবার বার গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে। আর এতে নভেম্বরের শেষের দিকে নামতে পারে শীত।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটি নিম্নচাপে রূপ নিলে এ সম্পর্কে (ঘূর্ণিঝড়ের সম্ভাবনা) আরো নিশ্চিতভাবে বলা যাবে। বুধবার এটি নিম্নচাপে রূপ নিতে পারে।’

আবহাওয়া বার্তার দ্বিতীয় দিনের (বুধবার) পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তৃতীয় দিনের (বৃহস্পতিবার) পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

Link copied!