বৃষ্টি কয়দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২৩, ১১:৪৫ পিএম

বৃষ্টি কয়দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের নানা স্থানে টানা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারও অনেক জায়গায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামী শনিবার থেকে বৃষ্টি কমবে।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সারা দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়, ১৭৩ মিলিমিটার।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার থেকে বৃষ্টি পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

এদিকে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৯ জেলায় আজও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

Link copied!