বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমতে পারে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৩, ০১:৪৭ পিএম

বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমতে পারে

সংগৃহীত ছবি

হেমন্তে বইছে হিমেল হাওয়া। রাজধানী ঢাকাতেও বেড়েছে শীতের অনুভূতি। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) রাত থেকেই সারাদেশে শীতের তীব্রতা খানিকটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে বৃহস্পতিবার সকালে দেওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

আজ সকাল নয়টা থেক পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের পশ্চিম এবং উত্তর–পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!