তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তাপমাত্রা আরও কমতে পারে

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২১, ২০২৩, ০১:২২ পিএম

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তাপমাত্রা আরও কমতে পারে

সংগৃহীত ছবি

শীতের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা আবারও কমেছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, আগামী চার দিন পর তাপমাত্রা আরও কমতে পারে। আবার কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে। আর মাস শেষে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে উত্তরের হিমশীতল বাতাস আর ঘন কুয়াশা দেখা দিচ্ছে। এ সময় কনকনে শীত অনুভূত হয়। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ডিসেম্বরের শেষদিকে তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহ নামতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের এ জনপদে, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া মৃদ্যু শৈত্যপ্রবাহ শীত ঋতুর পৌষ মাসের প্রথম সপ্তাহেও বিরাজ করছে। দু’সপ্তাহজুড়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীতে সাধারণ মানুষের জীবন-জীবিকা থমকে গেছে।

Link copied!