আগামী পাঁচ দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৪, ২০২৪, ১০:০৩ এএম

আগামী পাঁচ দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

সংগৃহীত ছবি

তীব্র তাপদাহে পুড়ছে দেশ। গরমে হাঁসফাঁস করছে মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার (২৪ এপ্রিল) থেকে তাপমাত্রার আরও বাড়তে পারে। আগামী পাঁচ দিনেও আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিসের তথ্যমতে,  চলমান তাপপ্রবাহ বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমে আসবে। বুধবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। চলতি মাসে তাপপ্রবাহ খুব কমে যাবে এমন সুখবর নেই। তবে কিছুটা কমবেশি হতে পারে। শক্তিশালী কালবৈশাখী হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে বইছে তীব্র এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। 

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদীতে, ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় রাজধানীর তাপমাত্রা ছিলো ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

Link copied!