ঢাকাসহ সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২৪, ০২:২৫ পিএম

ঢাকাসহ  সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

সংগৃহীত ছবি

আগামী দুই থেকে তিন দিন বিক্ষিপ্তভাবে সারা দেশেই বজ্রসহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ বিষয়টি জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া দীর্ঘসময় টানা বৃষ্টি হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।

Link copied!