গরম থেকে স্বস্তির আবহাওয়া, চলতে পারে আগামীকাল পর্যন্ত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২৫, ১২:১৬ পিএম

গরম থেকে স্বস্তির আবহাওয়া, চলতে পারে আগামীকাল পর্যন্ত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার আবহাওয়া আজ শনিবার সকাল থেকেই ঘোলাটে। ফলে গরমের দাপট কমে গেছে অনেকটাই। আবহাওয়া অধিদপ্তর বলছে, গরম থেকে এমন স্বস্তি আগামীকাল রোববার পর্যন্ত চলতে পারে। পরশু সোমবার থেকে আকাশ আবার পরিষ্কার হতে পারে।

আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণেই এমনটা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে গরম কিছুটা কম অনুভূত হচ্ছে। খবর প্রথম আলো।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ঢাকা ও খুলনার কিছু কিছু জায়গায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এ ছাড়া প্রায় সব বিভাগের বিভিন্ন জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে খুব বেশি বৃষ্টির আভাস নেই।

এ ছাড়া আজ দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছু কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মেঘ কেটে গেলে তাপমাত্রা আবার বাড়বে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।

Link copied!