সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৫, ২০২৪, ১০:৫১ এএম

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রতীকী ছবি

গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ আবদুর রহমান। তিনি বলেন, “এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তিশালী হচ্ছে। উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।”

আরও পড়ুন: গভীর নিম্নচাপে সাগর উত্তাল

একই দিন দুপুর বা বিকেলের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিন আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশীদের সই করা আবহাওয়ার পঞ্চম বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হচ্ছে। এটা কেন্দ্রের উপকণ্ঠে সাগর উত্তাল হয়ে উঠেছে।

Link copied!