বৈশাখের প্রথম দিনের আবহাওয়া কেমন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৪, ০৯:২২ এএম

বৈশাখের প্রথম দিনের আবহাওয়া কেমন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

বাংলা বছরের শেষ দিন আজ। সকাল থেকেই সারাদেশে প্রখর রোদ ও ভ্যাপসা গরম পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এক বার্তায় জানিয়েছে, ঢাকাসহ দেশের ৬টি বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে এবং পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

বার্তায় বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা আজ বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, ছয় বিভাগ থেকে তাপপ্রবাহ আট বিভাগের ওপরই ছড়িয়ে পড়তে পারে আজ। আগামীকাল রবিবার ও এর পরদিন সোমবারও এই তাপপ্রবাহ বয়ে যাবে। সুতরাং পহেলা বৈশাখেও বেশ গরম অনুভূত হবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা যদি ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তাকে মৃদু তাপপ্রবাহ বলে। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর অতি তীব্র হয় ৪২ ডিগ্রি বা এর বেশি হলে।

Link copied!