আগামী ৭২ ঘণ্টা আবহাওয়া কেমন থাকবে

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৮, ২০২৩, ০৭:১০ এএম

আগামী ৭২ ঘণ্টা আবহাওয়া কেমন থাকবে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবমুক্ত হয়েছে বাংলাদেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, নতুন করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। সারাদেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে, তবে চট্টগ্রাম বিভাগের দু‍‍`এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী পাঁচ দিনের এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

তবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান করা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার এক পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। 

Link copied!