বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবমুক্ত হয়েছে বাংলাদেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, নতুন করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। সারাদেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে, তবে চট্টগ্রাম বিভাগের দু`এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী পাঁচ দিনের এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
তবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান করা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়ার এক পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।