শীত বাড়তে পারে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২৩, ১২:৫১ পিএম

শীত বাড়তে পারে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

সংগৃহীত ছবি

গত কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন অর্থাৎ রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছিল। তাই শীতের অনুভূতিও কমে গিয়েছিল। রবিবার (২৪ ডিসেম্বর) রাতের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার তা বেড়ে হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস, নিকলিতেও এ তাপমাত্রা রেকর্ড করা হয়। রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।

ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি থাকলেও রবিবার তা বেড়ে হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

কাল তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দেশের অন্য বিভাগে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। অন্তত টানা তিন দিন এভাবে তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Link copied!