বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৭, ২০২৩, ১১:৪৬ এএম

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে সারা দেশে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। তবে ঘূর্ণিঝড়টি ক্রমেই শক্তি হারাচ্ছে। আগামী রবিবার থেকে বৃষ্টি আর মেঘ কেটে যাবে। তখন জেঁকে বসবে শীত। এমনই জানালো আবহাওয়া অফিস।

আবহাওয়া বিভাগ বলছে, মিগজাউম এখন ভারতের উত্তর অন্ধ্র প্রদেশের দিকে সরে গেছে। আর গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে তার প্রভাব যে একেবারে কাটেনি, তার প্রমাণ মিলছে এই মেঘবৃষ্টিতে।

এদিকে, ঢাকাসহ সারা দেশে গতকাল বুধবার থেকেই হালকা বৃষ্টি হচ্ছে মিগজাউমের প্রভাবে। আবহাওয়া বিভাগের গত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় সকাল ছয়টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যশোরে ২৬ মিলিমিটার।

গত ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল। সেটি ক্রমেই ঘনীভূত হয়ে ২ ডিসেম্বর নিম্নচাপে এবং পরের দিন ৩ ডিসেম্বর গভীর নিম্নচাপে রূপ নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় ধেয়ে আসে। রূপ নেয় মিগজাউম নামের ঘূর্ণিঝড়ে।

Link copied!