তাপপ্রবাহ আরও পাঁচদিন অব্যাহত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক

জুন ৬, ২০২৩, ০৯:৩৭ এএম

তাপপ্রবাহ আরও পাঁচদিন অব্যাহত থাকতে পারে

দেশের চলমান তাপপ্রবাহ আরও পাঁচ থেকে ছয়দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য  জানানো হয়েছে।

সোমবার (৫ জুন) থেকে পরবর্তী ২৪ ঘণ্টার (মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত) আবহাওয়ার ওই পূর্বাভাসে বলা হয়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, বান্দরবান ও রাজশাহী বিভাগের অন্যান্য জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আরও বলেন, “চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।”

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

Link copied!