সশরীরে ক্লাসের জন্য ঢাবি শিক্ষার্থীকে যেসব শর্ত মানতে হবে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৭, ২০২১, ০১:০৮ পিএম

সশরীরে ক্লাসের জন্য ঢাবি শিক্ষার্থীকে যেসব শর্ত মানতে হবে

করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর পর রবিবার(১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এতদিন অনলাইনে ক্লাস চললেও রবিবার থেকে সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা প্রবেশ করেন। এসময় প্রবেশ করার সময় তাদের আইডি কার্ড ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। এসময় শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দচিহ্ন দেখা যায়। তবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে এসব শিক্ষার্থীকে সশরীরে ক্লাসে অংশ নিতে বেশকিছু শর্ত আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাবি শিক্ষার্থীকে মানতে হবে ১৬ শর্ত

১. সবাইকে বাধ্যতামূলক নিয়মিত ও সার্বক্ষণিক মাস্ক নাক-মুখ ঢেকে পরিধান করতে হবে।

২. স্বাস্থ্যবিধি পালনের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে।

৩. স্বাস্থ্যবিধি অনুযায়ী পরস্পরের কাছ থেকে কমপক্ষে ১ মিটার (৩ ফুট) শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

৪. শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করতে হবে।

৫. ল্যাবে কাজের ক্ষেত্রে ল্যাবরেটরির ধারণক্ষমতা, বসার ব্যবস্থা, কাজের বিন্যাস এবং যাতায়াতের পথযুক্ত নকশা তৈরি করতে হবে ও সর্বত্র প্রদর্শন করতে হবে।

৬. সমস্ত নির্দেশনাবলি শিক্ষার্থীদের আগেই জানাতে হবে।

৭. শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে ল্যাবে প্রতিটি শিক্ষার্থীর অবস্থান চিহ্নিত করতে হবে।

৮. ব্যবহৃত পিপিই যথাযথ ব্যবস্থাপনা ও অপসারণের ব্যবস্থা করতে হবে।

৯. পরিচ্ছন্নকর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।

১০. কোভিড-১৯ লক্ষ্যণ থাকলে বাসা বা হলের কক্ষে থাকতে হবে ও কর্তৃপক্ষকে জানাতে হবে।

১১. লক্ষ্যণযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের যানবাহনে চলাচলের সময় অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পরতে হবে।

১২. বাসে ওঠার আগে দেহের তাপমাত্রা পরিমাপ বাধ্যতামূলক করতে হবে।

১৩. বাস এবং অন্যান্য যানবাহনে প্রবেশ ও বহির্গমন পথে ভিড় এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

১৪. যানবাহনে প্রবেশ ও বহির্গমণের জন্য আলাদা দরজা নির্ধারণ করতে হবে।

১৫. শুধু ক্লাস থাকলেই নিয়মিত ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের যানবাহন ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ এবং প্রস্থান করতে পারবে।

১৬. সম্ভব হলে গণপরিবহন ব্যবহার পরিহার করতে হবে।

Link copied!