দেশে একদিনে সর্বোচ্চ ১৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩০, ২০২১, ১২:৪৫ এএম

দেশে একদিনে সর্বোচ্চ ১৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত

করোনাভাইরাসের সংক্রমণের পাশপাশি ডেঙ্গুর প্রকোপও দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে করোনা চিকিৎসা ব্যবস্থায় নতুন সংকট তৈরি করেছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা।  

বৃহস্পতিবার (২৯ জুলাই) গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৯৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার (২৮ জুলাই) ১৫৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চলতি বছরে এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৮ জুলাই) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ১৯৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।এর মধ্যে রাজধানী ঢাকায় চিকিৎসা সেবা নিচ্ছেন রাজধানীর ১৮১ জন রোগী। অন্য ১৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬১৮ জন রোগী এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের শুরুর দিন থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশে সব মিলে ২ হাজার ২৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৪৬ জন।

২০১৯ সালে দেশে ডেঙ্গু জ্বরে সরকারিভাবে ১৭৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ি প্রায় ৩০০ মানুষ মারা যায়। ওই বছর সারা দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়।

Link copied!