টিকা নিলে ১০০ ডলার দেওয়ার প্রস্তাব!

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩১, ২০২১, ০৬:২৮ এএম

টিকা নিলে ১০০ ডলার দেওয়ার প্রস্তাব!

মার্কিন যুক্তরাষ্ট্রে যারা নতুন করে করোনাভাইরাসের টিকা নিচ্ছেন, তাদের জনপ্রতি ১০০ ডলার (প্রায় সাড়ে আট হাজার টাকা) দিতে চান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

সেইসঙ্গে দেশটির সকল অঙ্গরাজ্য, আঞ্চলিক এবং স্থানীয় সরকারকে টিকাগ্রহীতাদের হাতে এই অর্থ তুলে দেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমেরিকান উদ্ধার পরিকল্পনা আইনের আওতায় দেশটির অঙ্গরাজ্য, স্থানীয়, আঞ্চলিক ও উপজাতীয় সরকারগুলোর জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি ডলার তহবিল থেকে এই প্রণোদনা দেয়া যেতে পারে। রাজস্ব দফতর এ বিষয়ে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’

রাজস্ব দফতর আরও জানিয়েছে, ‘তারা এমন একটি ট্যাক্স ক্রেডিট বর্ধিত করছে, যার আওতায় চাকরিদাতারা কর্মচারীদের টিকা নেয়ার সময় সবৈতনিক ছুটির জন্য মজুরি দাবি করতে পারবেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রত্যেক নতুন টিকাগ্রহীতা মার্কিনির জন্য সকল অঙ্গরাজ্য, আঞ্চলিক ও স্থানীয় সরকারকে ১০০ ডলার করে পরিশোধ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এই বাড়তি প্রণোদনায় টিকাদানের হার বাড়বে, আর তাতে সম্প্রদায়গুলোর সুরক্ষা এবং জীবন বাঁচানো সম্ভব হবে বলেও উল্লেখ করা হয়েছে।

অবশ্য এর আগেই নিউইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিও শহরটিতে প্রত্যেক নতুন টিকাগ্রহীতাকে ১০০ ডলার করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

Link copied!