বৈশ্বিক করোনাভাইরাস মহামারী বৃদ্ধির কারণে চলতি বছর জাপানের টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্ম অলিম্পিক ও প্যারা অলিম্পিকে বিদেশি কোনও দর্শক উপস্থিত থাকার সুযোগ পাবেনা। জাপান সরকারের পক্ষ থেকে অলিম্পিক এবং প্যারালিম্পিক কমিটিকে ইতোমধ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে।
এ বিষয়ে আয়োজকরা জানান, ‘খেলায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ও এবং জাপানি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’
আয়োজকরা আরও জানান, জাপান এবং অন্যান্য অনেক দেশে করোনা পরিস্থিতির অবনতি, বৈশ্বিক ভ্রমণ বিধিনিষেধ এবং ভাইরাসের বিভিন্ন নতুন নতুর ধরণ উদ্ভবের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে যারা টিকিট কেটেছেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে।
আগামী ২৩ জুলাই থেকে অলিম্পিক ও এর একমাস পর ২৪ আগস্ট থেকে প্যারালিম্পিক শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারির আকারে ছড়িয়ে পড়ায়, গত বছরের মার্চ মাসে অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল।
সূত্র: বিবিসি।