এপ্রিল ১১, ২০২১, ০২:৩৪ পিএম
টোকিও অলিম্পিক আয়োজকেরা অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের মধ্যে থেকে করোনা আক্রান্তদের জন্য হোটেলে ৩০০ টি কক্ষ প্রস্তুতের পরিকল্পনা করেছে। রবিবার (১১ এপ্রিল) স্থানীয় বার্তা সংস্থা কিওডো জানায়, জুলাই মাসে শুরু হতে যাওয়া আসন্ন অলিম্পিকে যেসব প্রতিযোগী করোনা আক্রান্ত হলেও মৃদু আপসর্গ থাকবে তাদের জন্য এই কক্ষগুলো প্রস্তুত করা হবে।
জাপান সরকার করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার (১২ এপ্রিল) থেকে একমাস ব্যাপী টোকিও শহরে ‘জরুরি অবস্থা’ জারি করেছে।
কিওডো আরও জানায়, টোকিও অলিম্পিক আয়োজকেরা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে হারুমি ওয়াটারফ্রন্ট রাজ্যে কয়েক মিলিয়ন ডলার ব্যায়ে ৩০০ কক্ষ বিশিষ্ট একটি হোটেল প্রস্তুতের পরিকল্পনা করেছে। করোনা আক্রান্ত প্রতিযোগী ও সংশ্লিষ্ট অন্যান্যদের মধ্যে যাদের হাসপাতালে না গেলে চলবে, তাদের এই হোটেলে ১০ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। এখানে স্বাস্থ্যকর্মীরা তাদের সার্বক্ষণিক দেখাশোনা করবে।
এছাড়াও আক্রান্তদের ওই হোটেলে আনা-নেওয়া করার জন্য এই কমিটি ৩০টি বিশেষ যানবাহন প্রস্তুত করবে।
প্রতি চারদিন পর পর প্রতিযোগীদের করোনা পরিক্ষা করা হবে।
জাপানের সরকারী গণমাধ্যম এনএইচকে রবিবার জানায়, দেশটিতে এপর্যন্ত মোট পাঁচ মানুষ লাখ করোনা আক্রান্ত ও মোট নয় হাজার ৪০০ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। ।ন্যান্য বৃহৎ অর্থনীতির দেশের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর পরিমান কেম হলেও আসন্ন অলিম্পিককে ঘিরে দেশটিতে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স।