নারীদের খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা তালেবানের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২১, ১২:৩৯ পিএম

নারীদের খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা তালেবানের

আফগানিস্তানে নবগঠিত তালেবান সরকারে কোন নারীর স্থান হয়নি। উল্টো নারীদের সবধরণের খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। তারা আফগান নারী ক্রিকেট দলসহ নারীদের অন্যান্য ক্রীড়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

তালেবান কালচারাল কমিশনের উপ-প্রধান আহমাদুল্লাহ ওয়াসিক এই প্রসঙ্গে বলেছেন, ‘নারীদের খেলাধুলার প্রয়োজনীয়তা ও যথার্থতা না কখনো আর না কখনো হবে’। তিনি আরো বলেন, আমি মনে করি, নারীদের ক্রিকেট খেলার কোন প্রয়োজনীয়তা নেই। ক্রিকেট খেলার সময় নারীদের শরীর যথেষ্ট আবৃত হয় না। আর ইসলাম এটা সমর্থন করে না’।

এর আগে গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা হস্তগত করে তালেবান। এরপর গত ৮ সেপ্টেম্বর তারা তাদের মন্ত্রীসভা ঘোষণা করে। সেখানে কোন নারী সদস্যের ঠাঁয় হয়নি।

Link copied!